ডিম ও ময়দা মিশিয়ে ২টি মজাদার নাস্তা তৈরির সহজ নিয়ম।

 হ্যালো? বন্ধুরা সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম! আজকে আপনারা যে বা যারা আমার আজকের এই ডিম ও ময়দা মিশিয়ে ২টি মজাদার নাস্তা তৈরির সহজ নিয়ম দেখতে এসেছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। 

শিরোনাম :ডিম ও ময়দা মিশিয়ে ২টি মজাদার নাস্তা তৈরির সহজ নিয়ম। 

আমরা বাঙালিরা যেকোনো নাস্তা জাতীয় খাবার খেতে অবসর সময়ে খুবই পছন্দ করি।কিন্তু আলসেমির কারনে আমরা কঠিন কঠিন নাস্তা তৈরি করতে সক্ষম হই না।তাই আজ আপনাদের সাথে এমন দুটি নাস্তা রেসিপি শেয়ার করবো যে দুটি রেসিপি আপনারা অতি অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। 

ডিম ও ময়দা দিয়ে ডিম-পরোটা রেসিপি তৈরির উপকরন :

১/২টি ডিম,

২/২কাপ ময়দা,

৩/২চামচ কাচা মরিচ কুচি,

৪/হাফ চামচ বিট লবন,

৫/১কাপ ধনিয়া পাতা কুচি,

৬/২চামচ ঘি,

৭/হাফ কাপ পেঁয়াজ কুচি,

৮/১কাপ পানি বা কম বেশ,

৯/হাফ চামচ লবন।

ডিম ও ময়দা মিশিয়ে ডিম-পরোটা নাস্তা রেসিপি

ডিম ও ময়দা মিশিয়ে ২টি মজাদার নাস্তা তৈরির সহজ নিয়ম:


প্রথমে আপনারা একটি বাটিতে ২কাপ ময়দা নিন এবং ময়দার সাথে হাফ চামচ লবন ও ১কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে নিন।এরপর অন্য আরেকটি বাটিতে ২টি ডিম ভেঙে এর সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ চামচ বিট লবন,১কাপ ধনিয়া পাতা কুচি,২চামচ কাচা মরিচ কুচি,একসাথে ভালো করে মিশিয়ে নিন এবং ডিমের এই মিশ্রনটি ময়দার  মিশ্রণের সাথে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে সুন্দর একটি মিশ্রন তৈরি করুন,যেই মিশ্রনটি খুব ঘনও না আবার খুব একটা পাতলাও না এরকম হতে হবে। তারপর একটি সসপ্যান চুলায় বসিয়ে নিয়ে সেখানে সসপ্যান এর ভেতর একটি পাতলা কাপড় বা টিসু দিয়ে পানি মুছে নিন।পানি মুছার পর একটি ব্রাশের সাহায্যে ২ চামচ ঘি প্রথমে সসপ্যান এ লাগিয়ে নিন।লাগানোর পর সেখানে একটি কাপ এর মধ্যে ময়দা এবং ডিমের মিশ্রনটি  নিয়ে সসপ্যান এ ঢেলে নিন। ঢেলে নেয়ার পর সসপ্যানটি চারিদিক থেকে ঘুরিয়ে  ডিম-পরোটা রেসিপি তৈরি করে নিন। একপাশ লাল করে ভেজে অন্যপাশ উল্টিয়ে দিন এভাবে পরোটা গুলো যেকয়টা হবে ভেজে নিন আর সুন্দর ভাবে পরিবেশন করুন।

ডিম ও ময়দা মিশিয়ে ডিম-রোল রেসিপি তৈরির উপকরন :

১/২টি ডিম,

২/২কাপ ময়দা,

৩/৩,,চামচ কাচা মরিচ কুচি,

৪/হাফ চামচ বিট লবন,

৫/১কাপ ধনিয়া পাতা কুচি,

৬/রান্নার তেল ৩কাপ,

৭/হাফ কাপ পেঁয়াজ কুচি,

৮/দুই কাপ পানি বা কম বেশ,

৯/১ চামচ লবন,

১০/ হাফ চামচ মরিচের গুঁড়ো, 

১১/হাফ চামচ জিরার গুঁড়ো, 

১২/হাফ চামচ পাঁচফোড়ন, 

১৩/১চামচ বেসন।

ডিম ও ময়দা মিশিয়ে ডিম-রোল রেসিপি 

ডিম ও ময়দা মিশিয়ে ডিম-রোল রেসিপি তৈরির নিয়ম :

প্রথমে আপনারা একটি বাটিতে ২কাপ ময়দা নিন এবং ময়দার সাথে ১চামচ লবন,হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ পাঁচফোড়ন, ১চামচ বেসন,১চামচ কাচা মরিচ, আধা কাপ ধনিয়া পাতা কুচি ও ২কাপ পানি একসাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে একসাথে ৫মিনিটের জন্য ঢেকে রেখে দিন। আর ময়দার এই মিশ্রনটি ঢেকে রাখার পর অন্য আরেকটি বাটিতে ২টি ডিম ২চামচ কাচা মরিচ, আধা কাপ ধনিয়া পাতা কুচি, ১কাপ পেঁয়াজ কুচি ও হাফ চামচ বিট লবন মিশিয়ে একসাথে ভালো করে নেড়ে চুলায় একটি কড়াই বসিয়ে নিন এবং আধা কাপ তেল দিয়ে ডিমের মিশ্রনটিকে তেলে ভেজে নিন।ভাজা হয়ে গেলে ডিমটিকে নামিয়ে নিয়ে ছুরি দিয়ে রুলের মতো করে কেটে নিন।তারপর কাটা হয়ে গেলে একটা একটা করে ডিমের রোলকে ঢেকে রাখা ময়দার মিশ্রনে ডুবিয়ে নিয়ে চুলায় একটি সসপ্যান এ আড়াই কাপ তেল দিয়ে সেখানে ১টা করে রুল ভেজে নিন একইভাবে। তারপর দেখবেন ডিম-রুলগুলো কীভাবে খেতে মজা লাগবে।ডিম-রুলগুলো টমেটো সস দিয়ে খেতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের।

ডিম ও ময়দা মিশিয়ে ২টি মজাদার নাস্তা তৈরির সহজ নিয়মের শেষ কথা :

উপরিউক্ত ডিম দিয়ে বানানো ২টি নাস্তা রেসিপিই অনেক মজা করে বানিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ। এগুলো সাধারণত ঘরোয়া জিনিস দিয়েই সহজে ও অল্প সময়ে নাস্তা তৈরী করে নিতে পারেন ইনশাআল্লাহ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url