ডিমের তৈরি মাস্ক দিয়ে নাক, কপাল ও থুতনির ব্লাকহেডস রিমুভ করার নিয়ম



আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে নতুন এমন একটি তৈরি মাস্ক দিয়ে নাক,কপাল ও থুতনির ব্লাকহেডস রিমুভ করার সহজ নিয়ম আপনাদের সাথে শেয়ার করবো। ইনশাআল্লাহ এই স্কিন কেয়ার রেমিডিটি আপনারা অনুসরন করলে সবরকম ব্লাকহেডস রিমুভ হয়ে যাবে ও ইনস্ট্যান্ট আপনার পুরো নাক,কপাল ও থুতনিকে উজ্জ্বল দেখাতে সাহায্য করবে


ডিমের তৈরি মাস্ক দিয়ে নাক, কপাল ও থুতনির ব্লাকহেডস রিমুভ করার নিয়ম।

শিরোনাম :ডিমের তৈরি মাস্ক দিয়ে নাক, কপাল ও থুতনির ব্লাকহেডস রিমুভ করার নিয়ম। 


ভূমিকা :


আপনার মুখে অনেক সময় কোনো ধরনের স্পট দেখা না ও যেতে পারে, কিন্তু আপনার নাক, থুতনি, ও কপালে কালো ছোপ ছোপ একধরনের ব্লাকহেডস সৃষ্টি করতে পারে, তাই এ ধরনের সমস্যা হলেও আপনারা কীভাবে তা আপনার চেহারা থেকে ইনস্ট্যান্টলি রিমুভ করে আপনার চেহারার মধ্যে সৌন্দর্য ফিরিয়ে আনবেন তা আপনাদের সাথে শেয়ার করবো এখন।

ডিমের তৈরি মাস্ক দিয়ে নাক, কপাল ও থুতনির ব্লাকহেডস রিমুভ করার উপাদান :


১/ ২ টি ডিমের সাদা অংশ ( কুসুম ছাড়া),

২/ ১ চামচ ব্রাউন বা সাদা চিনি,

৩/ ২-৩ টা টিসু পেপার। 


ডিমের তৈরি মাস্ক দিয়ে নাক, কপাল ও থুতনির ব্লাকহেডস রিমুভ করার নিয়ম :


~ প্রথমে একটি বাটিতে ২ টি ডিমের সাদা অংশ নিতে হবে। তারপর ডিমের সাদা অংশকে ভালো করে নেড়ে সেখানে ১চামচ চিনি এড করে এগুলোকে একসাথে হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সার এর সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। 

~ দ্বিতীয়ত আপনি একটি ফেসিয়াল ব্রাশ দিয়ে আপনার নাক, থুতনি ও কপালে ভালো করে ডিমের এই রেমিডিটি লাগিয়ে নিতে হবে। তারপর যেখানে যেখানে রেমিডিটি লাগাবেন সেখানে টিসু পেপার লাগিয়ে দিবেন পাতলা করে, এরপর সেই টিসু পেপারের উপর আবার ডিমের রেমিডিটি লাগিয়ে নিবেন। লাগানোর পর আরও একটা টিসু পেপার লাগিয়ে সেখানে আগের মতো ডিমের রেমিডিটি লাগিয়ে শেষে আর একটা টিসু লাগিয়ে দিলেই আপনার কাজ শেষ । 

~ ১০ মিনিট এর জন্য আপনি ডিমের তৈরি এই রেমিডিটি আপনার নাক, থুতনি ও কপালে ভালো করে লাগিয়ে রেখে দেওয়ার পর এটি শুকিয়ে এলে আপনি টিসু মাস্কটি আস্তে আস্তে খুলবেন। তারপর আপনারা নিজেরাই দেখবেন কতগুলা ব্লাকহেডস উঠে এসেছে টিস্যু পেপার এ।


আর্টিকেল এর শেষ কথা :


আপনারা অবশ্যই আজকের এই স্পেশাল ডিমের তৈরি মাস্ক তৈরি করে লাগাবেন এবং খুবই ভালো ফলাফল পাবেন আপনারা ইনশাআল্লাহ।   

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url