চুল গজাতে বায়োটিন হোমমেইড রেমিডি এর নিয়ম ও উপকারিতা
আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে নতুন এমন একটি হোম মেইড বায়োটিন রেমিডি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, যেটি আপনাদের চুলের সকল রকম পুষ্টির যোগান দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ।
শিরোনাম :চুল গজাতে বায়োটিন হোমমেইড রেমিডি এর নিয়ম ও উপকারিতা।
ভূমিকা :
ভিটামিন বি 7 চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় একটি জিনিস। ভিটামিন বি 7 একমাত্র ভিটামিন নয় যা অন্যান্য গুরুত্বপূর্ণ ভিটামিন B7, A, C, D এবং E সমৃদ্ধ উপাদানে ভরপুর হয়ে থাকে,যা আপনার চুলের নেচারাল সৌন্দর্যের প্রতীক হিসেবে কাজ করবে। তাই আপনারা আজকের এই হোমমেইড বায়োটিনের রেমিডিটি ট্রাই করবেন।
চুল গজাতে বায়োটিন হোমমেইড রেমিডি এর উপাদান -
১/1/2 কাপ ভাজা মাখানা বা ফক্স বাদাম,
২/1/4 কাপ ভাজা ওটস পাউডার,
৩/1/4 কাপ ভাজা বাদাম,
৪/1/4 কাপ ভাজা আখরোট,
৫/2 থেকে 3টি শুকনো খেজুর বা টাটকা খেজুর,
৬/ এক টেবিল চামচ ভাজা মিশ্র বীজ, যেমন- কুমড়া, সূর্যমুখী, তরমুজ এবং তিলের বীজ নিতে পারেন,
৭/ দেড় কাপ দুধ, যেমন-বাদাম দুধ, কাজু দুধ বা আপনার পছন্দের যে কোনও দুধ।
চুল গজাতে বায়োটিন হোমমেইড রেমিডি বানানোর নিয়ম :
~ভাজা মাখানা, ভাজা ওটস পাউডার, ভাজা বাদাম এবং ভাজা আখরোট ব্লেন্ড করতে হবে ভালো করে যতক্ষণ না মিহি বা সূক্ষ্ম পাউডার হবে।
~ ব্লেন্ডারে খেজুরের বিচি ফেলে দিয়ে শুধু খেজুরের বাহিরের দিকটা যোগ করুন। যদি খেজুর শুকনো থাকে তবে এটি মিশ্রিত করার আগে নরম করার জন্য একটি উষ্ণ জলে কয়েক মিনিট ভিজিয়ে রাখতে হবে।
~ ব্লেন্ডারে ভাজা ভাজা মিশ্র বীজ যোগ করুন। আপনার পছন্দের বাদামের দুধ ঢেলে দিন। এরপর আপনি আপনার পছন্দমতো ঘনত্বের উপর নির্ভর করে দুধের পরিমাণ এড করতে পারেন। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করতে হবে যতক্ষণ না আপনি একটি মসৃণ এবং ক্রিমযুক্ত পেস্ট পাবেন । যদি এই পেস্টটি খুব ঘন হয় তবে আপনি পছন্দসই ঘনত্ব না পাওয়া পর্যন্ত আরও দুধ যোগ করতে পারেন।
~ প্রয়োজনীয় স্বাদ নিন এবং প্রয়োজনে মিষ্টতা আরও এড করুন। আপনি এটিকে মিষ্টি করতে আরো খেজুর যোগ করতে পারেন। একটি গ্লাসে বাদামের পেস্ট ঢেলে দিন। উপরে মিশ্রিত বীজ ছিটিয়ে সাজাতে হবে, তারপর এটি খাওয়ার উপযোগী হয়ে যাবে।
চুল গজাতে বায়োটিন হোমমেইড রেমিডি এর উপকারিতা:
#আপনাকে একটি সুস্বাদু সফট ওটস পাউডার এবং আখরোট ভিটামিন B7 সমৃদ্ধ প্রদান করতে সাহায্য করবে ।
# বাদাম এবং বীজ ভিটামিন এ এবং ই সমৃদ্ধ, যেখানে দুধ ভিটামিন ডি সমৃদ্ধ, এই পানীয়টি আপনার স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য সমস্ত ভিটামিনের প্রয়োজনীয়তা পূরণ করবে।
আর্টিকেল এর শেষ কথা :
আজকের এই হোম মেইড বায়োটিন রেমিডিটি অবশ্যই আমাকে আপনারা সবাই ট্রাই করবেন। আর আজকের এই স্পেশাল বায়োটিন রেমিডিটি বুঝতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আরও স্মুথভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url