শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার নিয়ম
আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন আজকে আপনাদের সাথে শীতকালীন একটি স্কিন কেয়ার এর রেমিডি নিয়ে কথা বলবো যেটি আপনাদের কালো ঠোঁটকে পারম্যানান্টলি গ্লোয়িং,পিংক কালার ও মোটা করবে আপনার ঠোঁটের।
শিরোনাম : শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার নিয়ম।
ভূমিকা :
শীতকালের এই সময়টায় আপনার ড্রাই ঠোঁটের সুরক্ষার জন্য আজকের আমার এই ঘরোয়া উপায় খুবই গুরুত্বপূর্ণ। কারন আজকের এই স্কিন কেয়ার এর রেমিডিটি নিয়ে আপনারা সঠিকভাবে ৭ দিন কাজ করলে ইনশাআল্লাহ আপনারা নেচারালি পিংক লুক পাবেন আপনার ঠোঁটের।
শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার প্রথম কাজ ঠোঁটের স্ক্রাবিং করার জন্য উপকরন:
১/১চামচ মধু,
২/১চামচ গ্লিসারিন ও
৩/ ২চামচ চিনি।
শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার প্রথম কাজ ঠোঁটের স্ক্রাবিং করার নিয়ম :
~১চামচ মধু,১চামচ গ্লিসারিন ও ২চামচ চিনি এইসবগুলো উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি ভালো করে মিশে যাবে।তারপর ঠোঁট এ আঙুল দিয়ে লাগিয়ে ১-২ মিনিট আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে।
~এরপর একটু শুকিয়ে এলে ১-২ মিনিট ঠোঁট এ রেখে একটি তোয়ালে বা টিসু দিয়ে মুছে নিতে হবে।
ঠোঁটের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বা ঠোঁটকে নেচারালি পিংক করার ঠোঁটের জন্য রাতের মাস্ক তৈরির উপকরন :
১/ ১/২ চামচ বিটরুট জুস,
২/ ১চামচ অ্যালোভেরা জেল ও
৩/ ১ চামচ খাঁটি দেশি ঘি।
ঠোঁটের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বা ঠোঁটকে নেচারালি পিংক করার ঠোঁটের জন্য রাতের মাস্ক তৈরির নিয়ম:
~১/২ চামচ বিটরুট জুস, ১চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ খাঁটি দেশি ঘি এই উপাদানগুলো একসাথে মিশিয়ে একটি লিপ মাস্ক তৈরি করতে হবে।
~তারপর এই মাস্কটি ঠোঁট এ এপ্লাই করে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না ঠোঁট শুকিয়ে যাবে।এই মাস্কটি বা লিপ বামটি যেকোনো ঠোঁটকে মোটা, সুন্দর, পিংক কালার ও মোটা ঠোঁট করে দিতে সাহায্য করবে।
আর্টিকেল এর শেষ কথা:
আজকের এই উইনটার স্পেশাল ঠোঁট স্ক্রাব ও ঠোঁটের মাস্ক অবশ্যই আপনারা সবাই তৈরি করবেন ও লাগাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই খুব ভালো উপকার পাবেন শীতকালে আপনার শুষ্ক ঠোঁটের সুরক্ষার জন্য।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url