শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার নিয়ম


আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন আজকে আপনাদের সাথে শীতকালীন একটি স্কিন কেয়ার এর রেমিডি নিয়ে কথা বলবো যেটি আপনাদের কালো ঠোঁটকে পারম্যানান্টলি গ্লোয়িং,পিংক কালার ও মোটা করবে আপনার ঠোঁটের


শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার নিয়ম ।

শিরোনাম : শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার নিয়ম। 


ভূমিকা :


শীতকালের এই সময়টায় আপনার ড্রাই ঠোঁটের সুরক্ষার জন্য আজকের আমার এই ঘরোয়া উপায় খুবই গুরুত্বপূর্ণ। কারন আজকের এই স্কিন কেয়ার এর রেমিডিটি নিয়ে আপনারা সঠিকভাবে ৭ দিন কাজ করলে ইনশাআল্লাহ আপনারা নেচারালি পিংক  লুক পাবেন আপনার ঠোঁটের। 


শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার প্রথম কাজ ঠোঁটের  স্ক্রাবিং করার জন্য উপকরন:


১/১চামচ মধু,

২/১চামচ গ্লিসারিন ও 

৩/ ২চামচ চিনি।

শীতকালে কালো লিপ পিংক ও মোটা করার প্রথম কাজ ঠোঁটের  স্ক্রাবিং করার নিয়ম :


~১চামচ মধু,১চামচ গ্লিসারিন ও ২চামচ চিনি এইসবগুলো উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি ভালো করে মিশে যাবে।তারপর ঠোঁট এ আঙুল দিয়ে লাগিয়ে ১-২ মিনিট আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে। 

~এরপর একটু শুকিয়ে এলে ১-২ মিনিট ঠোঁট এ রেখে একটি তোয়ালে বা টিসু দিয়ে মুছে নিতে হবে। 

ঠোঁটের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বা ঠোঁটকে নেচারালি পিংক করার ঠোঁটের জন্য  রাতের মাস্ক তৈরির উপকরন :


১/ ১/২ চামচ বিটরুট জুস,

২/ ১চামচ অ্যালোভেরা জেল ও

৩/ ১ চামচ খাঁটি দেশি ঘি।


ঠোঁটের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বা ঠোঁটকে নেচারালি পিংক করার ঠোঁটের জন্য  রাতের মাস্ক তৈরির নিয়ম:


~১/২ চামচ বিটরুট জুস, ১চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ খাঁটি দেশি ঘি এই  উপাদানগুলো একসাথে মিশিয়ে একটি লিপ মাস্ক তৈরি করতে হবে।

~তারপর এই মাস্কটি ঠোঁট এ এপ্লাই করে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না ঠোঁট শুকিয়ে যাবে।এই মাস্কটি বা লিপ বামটি যেকোনো ঠোঁটকে মোটা, সুন্দর, পিংক কালার ও মোটা ঠোঁট করে দিতে সাহায্য করবে। 


আর্টিকেল এর শেষ কথা:


আজকের এই উইনটার স্পেশাল ঠোঁট স্ক্রাব ও ঠোঁটের মাস্ক অবশ্যই আপনারা সবাই তৈরি করবেন ও লাগাবেন ইনশাআল্লাহ আপনারা সবাই খুব ভালো  উপকার পাবেন শীতকালে আপনার শুষ্ক ঠোঁটের সুরক্ষার জন্য।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url