বাড়িতে বসে খুব সহজেই হেয়ার রিবন্ডিং করার নিয়ম

আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে নতুন একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এলোমেলো চুলকে নেচারাল উপায়ে রিবন্ডিং করুন সঠিক নিয়মে।এই হেয়ার কেয়ার টি আজ আলোচনা করতে যাচ্ছি।


শিরোনাম :বাড়িতে বসে খুব সহজেই হেয়ার রিবন্ডিং করার নিয়ম

ভূমিকা :

এসো এসো রমনীরা তোমাদের সেই ঘন কালো চুল নিয়ে এসো - কবি তার সেই নরনারীকে উল্লেখ করেছেন যাদের চুলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মতো হয়।আর সেরকমই একটি নেচারাল পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি প্রতিটা নরনারীর চুলকে করবে সকল সমস্যার সমাধান। 

বাড়িতে বসে খুব সহজেই হেয়ার রিবন্ডিং করার উপকরন:

১/ ১টি নারিকেল তেল এর বোতল,

২/ ১টি পাএে পানি গরম,

৩/১ টি তোয়ালে বা গামছা,

৪/ হেয়ার মাস্ক ইনগ্রিডিয়েন্ট-১/ ১টি কলা,২/ ১চামচ ভিনেগার (যেকোনো ধরনের ভিনেগার -যেমন : অ্যাপল সিড ভিনেগার),৩/ ভিটামিন -ই ক্যাপসুল ২-৩ টি।

বাড়িতে বসে খুব সহজেই হেয়ার রিবন্ডিং এর ব্যবহারের নিয়ম:

পদ্ধতি -১:

প্রথমে ভালো করে চুল আচরিয়ে নিতে হবে। 

পদ্ধতি -২:

তারপর গরম পানির মধ্যে নারিকেল তেল এর বোতল টি গরম করে নিতে হবে। সেই নারিকেল তেল পরে একটি বাটিতে নিয়ে মাথার চুলের মধ্যে এবং স্কাল্প এর মধ্যে লাগিয়ে পুরো চুল আচরিয়ে কুফা করে চুলে একটি তোয়ালে  বা গামছা দিয়ে ঢেকে দিতে হবে ১০মিনিট এর জন্য। 

পদ্ধতি -৩:

তারপর হেয়ার মাস্ক রেডি করতে হবে। ১টি কলা,১চামচ ভিনেগার, ২-৩ টি ভিটামিন-ই ক্যাপসুল -এই ৩ টি উপাদান একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিতে হবে  হেয়ার মাস্কটি রেডি হয়ে যাওয়ার পর চুলকে দুইভাগ করে একটু একটু চুল নিয়ে লাগিয়ে নিতে হবে। 

পদ্ধতি -৪:

পুরো চুলে হেয়ার মাস্কটি লাগানোর পর একটি শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঘুরে ফেলতে হবে, যাতে মাস্কটি শুকিয়ে না যায় বাতাসে।তারপর  মিনিমাম ৪৫ মিনিট বা মেক্সিমাম ১ ঘন্টা রাখতে হবে। 

পদ্ধতি -৫:

৪৫-১ ঘন্টা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে শ্যামপু করতে হবে। একসাথে এলোমেলো করে চুল ধোয়া যাবে না শ্যাম্পু দিয়ে,হালকা মাসাজ এর মতো করতে হবে। 

বাড়িতে বসে খুব সহজেই হেয়ার রিবন্ডিং করার উপকারিতা:

১/ চুলকে নেচারালি  স্ট্রেইট করবে।

২/চুলকে গ্লু করবে।

৩/চুলকে পিচ্চিল করে তুলবে। 

আর্টিকেল এর শেষ কথা :

চুল মানুষের একটি বাহ্যিক সৌন্দর্য। এখন এই চুল যদি মেসি টাইপের হয় দেখতে সুন্দর লাগবে না।তাই চুলের নেচারালি লুক পাওয়ার জন্য হেয়ার রিবন্ডিং করা গুরুত্বপূর্ণ কাজ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url