দুইটি উপাদান দিয়ে গ্লাসের মতো আপনার চুলকে করুন।

আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে এমন দুইটি উপাদান মিশিয়ে একসাথে আপনার চুলকে মজবুত ও গ্লাসের মতো তৈরি করুন।


শিরোনাম :দুইটি উপাদান দিয়ে গ্লাসের মতো আপনার চুলকে করুন।


ভূমিকা :


চুলে ই নারী, নারীর কেশেতেই বেশ।এই কথাটা আমরা যতবার শুনি আমাদের মন শান্তি হয়ে যায়। কারন চুল যত বেশি আমাদের সৌন্দর্য তত বেশি। আর সেই চুল যদি আমরা নেচারালি লুক পাওয়ার জন্য চেষ্টা করি তার জন্য আমাদেরকে কিছু কষ্ট করতে হবে চুলের জন্য। সেরকমই আজ নেচারাল ২ টি উপাদান দিয়ে আপনার চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলুন।


দুইটি উপাদান হলো:


১/ ১-৩ টি ছোট অ্যালোভেরা।


২/ স্যুগার ( এটি সাদা বা ব্রাউন যেকোনো ধরনের।


দুইটি উপাদান দিয়ে গ্লাসের মতো আপনার চুল করার ব্যবহারের নিয়ম:


-অ্যালোভেরা ১-৩ টি লিফকে যেদিকে হলুদ টক্সিন থাকবে সেদিক উপুর করে পানিতে সারারাত ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর সকাল হলে সেই অ্যালোভেরা গুলো পানি থেকে তুলে যেদিক টক্সিন ছিল সেদিক এর সেই অংশটুকু কেটে নিতে হবে। তারপর অ্যালোভেরা গুলো থেকে নাইফ দিয়ে জেল ছাড়িয়ে একটি বাটিতে রাখতে হবে। আর সেই অ্যালোভেরা গুলোকে ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিতে হবে।ব্লেন্ড করার সময় পানি ব্যবহার করা যাবে না।তারপর সেই ব্লেন্ড করে রাখা জেল এ ৩চামচ চিনি (সাদা বা ব্রাউন যেকোনো ধরনের নিয়ে যোগ করতে হবে।তারপর এই দুইটা উপাদানকে ১০-১৫ সেকেন্ড এর জন্য মিক্স করে নিতে হবে। ১০-১৫ সেকেন্ডস পর মিশ্রনটি রেডি হয়ে যাবে, এখন চুলে ভালোভাবে পারফেক্টলি লাগিয়ে নিন।এই উপাদান দুটি ১-৩ ঘন্টার জন্যে রেখে দিতে হবে চুলে।তারপর এটি আস্তে আস্তে মাথার চুল মাসাজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই দুইটি উপকরন দিয়ে তৈরী মিশ্রণটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন।


চুলের জন্য এই দুইটি উপাদানের উপকারিতা :


(১)চুলের জন্য অ্যালোভেরা দুর্দান্ত মিএ।


(২)অ্যালোভেরার মধ্যে আছে ২০ধরনের মিনারেলস।


(৩)অ্যালোভেরার মধ্যে যেসব গুন আছে। যেমন- vita-b1,b2,b5,b6,b12,Cand E ।


(৪)ডেনড্রাফ মুক্ত রাখতে সাহায্য করে চিনি এবং চিনি ডেড সেল রিমোভ করতে সাহায্য করে।


আর্টিকেল এর শেষ কথা :

আপনারা সবাই সব ধরনের চুলে এই হেয়ার কেয়ার এর দুইটি উপকরন দিয়ে আপনার চুলকে অয়েলি মুক্ত এবং আপনার চুলকে প্রাকৃতিক সাইন দিতে পারবেন।সব রকমের চুলে এটি নেচারালি লুক দিবে এবং সহজেই আপনার চুলকে অসাধারণ করে তুলবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url