সবচেয়ে সহজ এবং ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিক রোগটি থেকে মুক্তির উপায়

আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম । আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি হেলথ কেয়ার এর সবচেয়ে সহজ এবং ঘরোয়া উপায় এ গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা সবাই এই হেলথ কেয়ার এর গ্যাস্ট্রিক রোগটি চিরমুক্তি পেতে পারেন এই হেলথ কেয়ার এর গ্যাস্ট্রিক এর বিষয়টি ফলো করলে।

  সবচেয়ে সহজ এবং ঘরোয়া  উপায়ে গ্যাস্ট্রিক রোগটি থেকে মুক্তির উপায়


শিরোনাম :  সবচেয়ে সহজ এবং ঘরোয়া  উপায়ে গ্যাস্ট্রিক রোগটি থেকে মুক্তির উপায়।

ভূমিকা :

শরীর সুস্থ রাখা প্রতিটি মানুষের জন্য একটা নেয়ামতের কাজ। আর সেই শরীল ই যখন সুস্থ না থাকে তখন অশান্তির মধ্যে কাটাতে হয় একটা মানুষকে।ইনশাআল্লাহ আজ এমনই একটি হেলথ সুস্থ রাখার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গ্যাস্ট্রিক থেকে মুক্তির পাওয়ার একটি সহজ ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করবো

গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায়গুলো হলো:

১/ঘুমানোর ক্ষেএে আপনার মাথার দিকের জায়গাটা একটু উঁচু রাখতে হবে। 

২/যেসব খাবার খেলে আপনার গ্যাস্ট্রিক এর সমস্যা হয় সেসব খাবার এড়িয়ে চলা।(যেকোনো খাবার)

৩/ ঘুম এবং খাবার সময়ের মধ্যে বিরতি দিতে হবে। 

৪/পেটুক হলে অনেকগুলো খাবার একসাথে খাবার চেষ্টা করবেন না।

৫/অতিরিক্ত স্বাস্থ্য হতে দেওয়া যাবে না এবং মানসিক চাপ থেকে রিলাক্স মুডে থাকতে হবে। 

গ্যাস্ট্রিক থেকে মুক্তির উপায়গুলো সঠিকভাবে করার নিয়ম:

~আপনি যে বালিশের দিকে মাথা দিয়ে ঘুমোবেন সেই বিছানার দিককার খাটের নিচের দিকে শুধু মাথা রেখে ঘুমোবেন যেটুকুকে একটু উঁচু রাখবেন।যাতে ঘুমোনোর সময় অ্যাসিড টা মাথার উপরের দিকে না উঠে আসে খেয়াল রাখতে হবে সেদিকে। 

~সবার সবধরনের খাবারে সমস্যা করে না এসিডিটি তাই আপনার যে খাবারগুলো খেলে ব্যথা বা জ্বালাপোড়া করবে আপনি সেই জিনিসগুলো অনুসরণ করুন এবং সেই খাবার খাওয়া থেকে বিরত রাখুন নিজেকে।

~ আপনি খাবার শেষ করার সাথে সাথে কখনো ঘুমোতে যাবেন না। আপনি আপনার ঘুমোতে যাওয়ার অন্তত ১-২ ঘন্টা বা ২-৩ ঘন্টা আগে  আপনার রাতের খাবার টা শেষ করুন।

~২-৩ প্লেট ভাত একসাথে খাওয়া যাবে না। যখন আপনার খিদে লাগবে তখন একটু একটু ভাত নিয়ে কতক্ষণ পর পর খাবেন।

~আপনার প্রতিনিয়তই এক্সারসাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য কম বা বেশি এটা ম্যাটার করে না,রেগুলার এটি করলে আপনি গ্যাস্ট্রিক এর মতো রোগটি থেকেও মুক্তি পেতে পারেন ইনশাআল্লাহ। 

আর্টিকেল এর শেষ কথা :

আমি আপনাদেরকে গ্যাস্ট্রিক থেকে রেহাই পাওয়ার যে সহজ  ঘরোয়া নিয়মগুলো বলেছি, তা একমাত্র আপনি সঠিকভাবে ফলো করে আপনি আপনার এই গ্যাস্ট্রিকের মতো সমস্যা টি থেকে শান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। 









এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url