চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল এর একটি ব্যবহার।
শিরোনাম : চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল এর একটি ব্যবহার।
ভূমিকা:
আমরা অনেক সময় চুলের সমাধান এর জন্য অনেক কিছুই ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এটা জানি না আসলে এতকিছুর পর ও চুলে কী করে সেই পুষ্টির গাটতি থেকে যায় কেনো?আপনার চুলের যাই পুষ্টির ঘাটতি থাকুক আপনি যদি আমার এই ভিটামিন -ই ক্যাপসুল হেয়ার কেয়ার এর বিষয়টি লক্ষ করে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ এটি হবে একমাত্র আপনার চুলের সমাধান।
চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহারের উপকরন:
১/ ৪-৫ চামচ বাদাম অয়েল। (যেকোনো ধরনের বাদাম তেল, যেমন-রোগান বাদাম সিরিন অয়েল।
২/২বড় চামচ অ্যালোভেরা জেল।
চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহারের নিয়ম :
-প্রথমে একটি বাটিতে ৪-৫ চামচ বাদাম তেল নিন। এরপর এতে ২বড় চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে নেড়ে পেস্ট তৈরি করুন।
-এই হেয়ার কেয়ার মাস্কটি ৩০-৪৫ মিনিট এর জন্য রেখে দিন।
- তারপর একটি শাওয়ার ক্যাপ পরে নিন যাতে হেয়ার মাস্কটি আপনার চুলকে সফট করে তোলে।
-এরপর আপনার পছন্দের ক্যামিকেল মুক্ত শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন আপনার চুল।
চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহারের উপকারিতা:
(১)এটি আপনার চুলকে সাইনি করে তুলবে।
(২)একটি গ্লাস হেয়ার আপনাকে উপহার দিবে।
(৩)আপনার চুলকে মজবুত করে তুলতে সাহায্য করবে।
(৪)একটি সফটেনড চুল করে দিবে ও
(৫) আপনার চুলের স্বচ্ছ একটি ভাব নিয়ে আসবে।
আর্টিকেল এর শেষ কথা :
আপনার চুলের সৌন্দর্যই আপনার সৌন্দর্য। তাই এই সৌন্দর্য ধরে রাখার জন্য এই ভিটামিন -ই ক্যাপসুল এর ব্যবহার করুন আর নিমিষেই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url