চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল এর একটি ব্যবহার।

আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের একটি নতুন হেয়ার কেয়ার এ যত্নে ভিটামিন -ই এর একটি সহজ নিয়ম নিয়ে বলবো।


শিরোনাম : চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল এর একটি ব্যবহার।

ভূমিকা:

আমরা অনেক সময় চুলের সমাধান এর জন্য অনেক কিছুই ব্যবহার করে থাকি। কিন্তু আমরা এটা জানি না আসলে এতকিছুর পর ও চুলে কী করে সেই পুষ্টির গাটতি থেকে যায় কেনো?আপনার চুলের যাই পুষ্টির ঘাটতি থাকুক আপনি যদি আমার এই ভিটামিন -ই ক্যাপসুল হেয়ার কেয়ার এর বিষয়টি লক্ষ করে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ এটি হবে একমাত্র আপনার চুলের সমাধান। 

চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহারের উপকরন:

১/ ৪-৫ চামচ বাদাম অয়েল। (যেকোনো ধরনের বাদাম তেল, যেমন-রোগান বাদাম সিরিন অয়েল।

২/২বড় চামচ অ্যালোভেরা জেল।

চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহারের নিয়ম :

-প্রথমে একটি বাটিতে ৪-৫ চামচ বাদাম তেল নিন। এরপর এতে ২বড় চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে নেড়ে পেস্ট তৈরি করুন।

-এই হেয়ার কেয়ার মাস্কটি ৩০-৪৫ মিনিট এর জন্য রেখে দিন। 

- তারপর একটি শাওয়ার ক্যাপ পরে নিন যাতে হেয়ার মাস্কটি আপনার চুলকে সফট করে তোলে।

-এরপর আপনার পছন্দের ক্যামিকেল মুক্ত শ্যাম্পু  দিয়ে ধুয়ে ফেলুন আপনার চুল।

চুলের যত্নে ভিটামিন-ই ক্যাপসুল ব্যবহারের উপকারিতা:

(১)এটি আপনার চুলকে সাইনি করে তুলবে। 

(২)একটি গ্লাস হেয়ার আপনাকে  উপহার দিবে।

(৩)আপনার চুলকে মজবুত করে তুলতে সাহায্য করবে।

(৪)একটি সফটেনড চুল করে দিবে ও

(৫) আপনার চুলের স্বচ্ছ একটি ভাব নিয়ে আসবে। 

আর্টিকেল এর শেষ কথা :

আপনার চুলের সৌন্দর্যই আপনার সৌন্দর্য। তাই এই সৌন্দর্য ধরে রাখার জন্য এই ভিটামিন -ই ক্যাপসুল এর ব্যবহার করুন আর নিমিষেই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url