চুলের যত্নে জবা ফুলের বেস্ট ১টি হেয়ার গ্রোথ টনিক
আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে নতুন একটি হেয়ার গ্রোথ করার জবা ফুলের বেস্ট একটি রেমিডি নিয়ে শেয়ার করবো, যেটি আপনাদের চুলকে ট্রিপল লম্বা, ঘন কালো চুল গজাতে সাহায্য করবে।
চুলের যত্নে জবা ফুলের বেস্ট ১টি হেয়ার গ্রোথ টনিক
শিরোনাম : চুলের যত্নে জবা ফুলের বেস্ট ১টি হেয়ার গ্রোথ টনিক।
ভূমিকা :
চুল নারীদের একটি বাহ্যিক সৌন্দর্য। আর এই চুল যদি ঘন লম্বা কালো চুল হয় তাহলে আমাদের দেখতে পরির মতো লাগে। আর এই পরির মতো দেখতে হলে নিজের চুলকে আজকের এই স্পেশাল হেয়ার গ্রোথ টনিক জবা ফুলের অবশ্যই ফলো করতে হবে সঠিকভাবে, তাহলে ট্রিপল চুল গজাতে সাহায্য করবে আপনার মাথায়।
চুলের যত্নে জবা ফুলের বেস্ট ১টি হেয়ার গ্রোথ টনিক উপাদান :
১/ ২-৩ টি জবা ফুল,
২/ বড় দুই চামচ মেথি দানা,
৩/১ গ্লাস ফ্রেস পানি।
চুলের যত্নে জবা ফুলের বেস্ট ১টি হেয়ার গ্রোথ টনিক তৈরির নিয়ম :
~ প্রথমে গাছ থেকে ফ্রেশ জবা ফুল সংগ্রহ করতে হবে। তারপর সেই জবা ফুলের সবুজ বোটা ফেলে দিতে হবে এবং ধুয়ে একটি বাটিতে রাখতে হবে।
~ তারপর বড় দুই চামচ মেথি দানাকে ধুয়ে জবা ফুলের বাটিতে রাখতে হবে। এরপর জবা ফুলগুলো থেকে সবগুলো পাপড়িকে আলাদা আলাদা করে কেটে একটি পাএে রাখতে হবে। সেখানে সেই পাএে মেথি দানা গুলোও দিতে হবে। তারপর ১গ্লাস পানি পাএে এড করে চুলায় কম আঁচে জ্বাল দিতে হবে ৫-৬ মিনিট।
~ তারপর জ্বাল দেয়া হয়ে গেলে এগুলো ছাকনির সাহায্যে ছেকে নিতে হবে।
~ এরপর ছেকে একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। এখন পুরো চুলে স্প্রে করে করে লাগিয়ে নিতে হবে।
~ পুরো চুলে লাগানো শেষ হলে একটি শাওয়ার ক্যাপ পড়ে নিতে হবে । তারপর এই জবা ফুলের এই হেয়ার টোনার টি ৪৫-১ ঘন্টা চুলে রেখে দিতে হবে।
~ ৪৫-১ ঘন্টা পর চুল নরমাল পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।
~ সপ্তাহে ২-৩ বার জবা ফুলের এই হেয়ার টোনারটি ব্যবহার করতে হবে।
আর্টিকেল এর শেষ কথা :
আজকের জবা ফুলের হেয়ার গ্রোথ টোনার আপনার চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করবে মাএ ১ সপ্তাহ ব্যবহার করেই এর উপকারিতা দেখা যাবে। অবশ্যই আপনারা আমার এই জবার হেয়ার কেয়ার এর রেমিডিটি ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো ফলাফল পাবেন।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url