প্রস্রাবের জ্বালাপোড়া জনিত সমস্যায় মেহেদী পাতার ব্যবহার সম্পর্কে জেনে নিন


আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ারে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নতুন একটি হেলথ কেয়ার রেমিডি শেয়ার করবো যেটি হলো-প্রস্রাবের জ্বালাপোড়া জনিত সমস্যায় মেহেদী পাতার ব্যবহার।




শিরোনাম:প্রস্রাবের জ্বালাপোড়া জনিত সমস্যায় মেহেদী পাতার ব্যবহার।


আমরা জানি,প্রস্রাবে জ্বালাপোড়া জনিত সমস্যা আমাদের মারাত্মক ভাবে ভুগান্তি ভুগায়।আমরা অনেক ঔষধ খেয়েও এই রোগ অনেক সময় কমে না।আর কমলেও অনেক দেরিতে কমে থাকে।তাই আজ আমি আপনাদের সাথে নতুন একটি হেলথ কেয়ার রেমিডি শেয়ার করছি যেটি জ্বালাপোড়া জনিত সমস্যায় আমাদের উপকার করতে পারে।

প্রস্রাবের জ্বালাপোড়া জনিত সমস্যায় মেহেদী পাতার ব্যবহার হলো-


প্রথমে এক মুট মেহেদী পাতা গাছ থেকে এনে ভালো করে ধুয়ে নিবো।ধুয়ে নেয়ার পর আমরা সেই মেহেদী পাতাগুলোকে একটি পিতলের বাটিতে ১কাপ পানি দিয়ে সারারাতের জন্য ভিজিয়ে রেখে দিবো। ভিজিয়ে রাখার পর আমরা সেই পানি সকালে একটি ছাকনির সাহায্যে ছেঁকে নিবো এবং সেই পানি খালি পেটে পান করবো। এভাবে সপ্তাহে ২-৩ দিন আমরা এই পাতা ভিজিয়ে পানি খেতে পারি। ফলে এটি আমাদের প্রস্রাবের জ্বালাপোড়া জনিত সমস্যায় মারাত্মকভাবে কাজ করতে পারে।

প্রস্রাবের জ্বালাপোড়া জনিত সমস্যায় মেহেদী পাতার ব্যবহারের শেষ কথা :


উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করে আমরা আমাদের প্রস্রাবের জ্বালাপোড়া জনিত সমস্যা দূর করতে সক্ষম হতে পারি ইনশাআল্লাহ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url