নিজের হাতেই তৈরি করুন ন্যাচারাল শ্যাম্পু
আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ারে স্বাগতম।আশা করছি আপনারা সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সাথে নতুন একটি হেয়ার কেয়ার রেমিডি নিয়ে কথা বলবো যেটি হলো-নিজের হাতেই তৈরি করুন ন্যাচারাল শ্যাম্পু।
শিরোনাম:নিজের হাতেই তৈরি করুন ন্যাচারাল শ্যাম্পু।
চুল আমাদের বাহ্যিক সৌন্দর্য। চুল না থাকলে আমাদের সুন্দরতা প্রকাশই পায় না। কেননা বলা হয়ে থাকে,নারী তার কেশেতেই বেশ।তাই আমরা এই চুলের যত্নে ন্যাচারাল উপায় অবলম্বন করতে পারি।এতে করে আমাদের চুল ভালো থাকবে ইনশাআল্লাহ।
নিজের হাতেই ন্যাচারাল শ্যাম্পু তৈরি করার উপাদান:
- রিঠা(চুলের পরিমান অনুযায়ী নিবেন)
- পেঁয়াজের খোসা,
- মেথিদানা,
- কালিজিরা ও
- চা পাতি।
নিজের হাতেই ন্যাচারাল শ্যাম্পু তৈরি করার নিয়ম:
প্রথমে চুলের পরিমান অনুযায়ী কয়েকটি রিঠাকে রোদে শুকিয়ে নিতে হবে।শুকানোর পর এই রিঠাগুলোকে একটি ব্লেন্ডারে নিয়ে শুকনা শুকনা ব্লেন্ড করে নিবো। ব্লেন্ড করার পর একটি পাএে রিঠার গুড়া, ২কাপ পানি, পেঁয়াজের খোসা, মেথিদানা,কালিজিরা ও চা পাতি একসাথে মিশিয়ে নিয়ে চুলায় মিডিয়াম আঁচে জ্বাল করে নিবো। জ্বাল করার পর একটি ছাকনির সাহায্যে সবগুলো উপাদানকে ছেঁকে নিবো।ছেঁকে নেয়ার পর একটু ঠান্ডা করে আমরা চুলে গোসল করার সময় শ্যাম্পু হিসেবে ব্যবহার করে নিবো।হাতের বানানো এই শ্যাম্পু ১সপ্তাহ ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে।
নিজের হাতেই ন্যাচারাল শ্যাম্পু তৈরি করার শেষ কথা :
উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করে আমরা খুব সহজেই ন্যাচারাল উপায়ে শ্যাম্পু তৈরি করে নিতে পারবো ইনশাআল্লাহ।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url