শীতকালে চুলে নারিকেল তেল এর সাথে আদার ব্যবহার এর নিয়ম ও উপকারিতা।
আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে নতুন একটি হেয়ার কেয়ার রুটিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই হেয়ার কেয়ারটি ফলো করলে আপনি আপনার চুলের ক্ষেএে অনেক ভালো উপকার পাবেন।
শীতকালে চুলে নারিকেল তেল এর সাথে আদার ব্যবহার এর নিয়ম ও উপকারিতা।
শিরোনাম :শীতকালে চুলে নারিকেল তেল এর সাথে আদার ব্যবহার এর নিয়ম ও উপকারিতা।
ভূমিকা :
নারিকেল তেল আপনার চুলের জন্য অনেক ভালো উপকার করে। একই সাথে নারিকেল তেল এর সাথে একটি ২ ইঞ্চি আদা ও ক্যাস্টর অয়েল যোগ করলে আপনার চুলের একদম গোরা থেকে সকল সমস্যার সমাধান সমাধান দিবে এটি।
শীতকালে চুলে নারিকেল তেল এর সাথে আদার ব্যবহার এর প্রয়োজনীয় উপকরন:
১/ ১৫০ মিলিগ্রাম ভার্জিন নারিকেল তেল,
২/২ ইঞ্চি আদা ও
৩/ ২চামচ ক্যাস্টর অয়েল।
শীতকালে চুলে নারিকেল তেল এর সাথে আদার ব্যবহার এর নিয়ম :
- প্রথমে একটি পাএে ১৫০ মিলিগ্রাম নারিকেল তেল নিতে হবে। তারপর এটি চুলায় বসিয়ে দিয়ে হালকা আচে তেলটি গরম করে সেখানে ২ ইঞ্চি আদাকে কুচি কুচি করে কেটে একটু আদাকে ছেঁচে নিতে হবে হালকা, তারপর এই আদা নারিকেল তেল এ দিয়ে নাড়তে থাকতে হবে। যখন নাড়তে নাড়তে আদার কালার তেল এ ব্রাউন বা খয়েরি হয়ে যাবে তখন নারিকেল তেলকে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে। তারপর চুলা থেকে নামিয়ে নারিকেল তেলকে একটি শুকনো বাটিতে ছাকনি দিয়ে ছেকে রাখতে হবে, এরপর একটু ঠান্ডা হয়ে গেলে সেখানে ২চামচ ক্যাস্টর অয়েল যোগ করে নিয়ে এই তেল ভালো করে মিশিয়ে একটি কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। এই নারিকেল তেল আপনি সারারাত বা সারাদিন চুলে ব্যবহার করতে পারেন। আবার কম সময় ও রাখতে পারেন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন।সপ্তাহ এ আপনি এটি চুলে ২-৩ বার ইউজ করুন।
শীতকালে চুলে নারিকেল তেল এর সাথে আদার ব্যবহারের উপকারিতা:
১/আদার সক্রিয় যৌগ এবং নারকেল তেলের লরিক অ্যাসিড প্রদাহ কমাতে একত্রে কাজ করে, যা আর্থ্রাইটিস বা চুলের সকল সমস্যার সমাধান দিতে পারে।
২/নারকেল তেলের ময়শ্চারাইজিং প্রভাবের সাথে আদার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি একটি চমৎকার ত্বকের যত্নের উপকার দিবে আপনাকে।
৩/মিশ্রণটি ত্বক এবং চুলের পুষ্টি জোগাতে, একটি স্বাস্থ্যকর আভা বাড়াতে এবং খুশকি প্রতিরোধ করতে টপিক্যালি প্রয়োগ করলে আপনার চুলের বিশাল সমাধান দিতে পারে।
আর্টিকেল এর শেষ কথা :
আদা-মিশ্রিত নারকেল তেলের একটি বহুমুখী ব্যবহার করতে পারেন, তবে এটি সবকিছুর পাশাপাশি আপনার চুলের সমাধান করতে পারবে নেচারালি কোনো ধরনের সাইড ইফেক্ট পড়বে না এই নারিকেল তেল ব্যবহার করলে।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url