শীতের সময় স্কিন কেয়ার করার ২ টি গুরুত্বপূর্ণ রেমিডি।
আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে নতুন একটি স্কিন কেয়ার এর রেমিডি নিয়ে শেয়ার করবো যেটি শীতকালে খুব খুব সহজ ও গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার রেমিডি।
শীতের সময় স্কিন কেয়ার করার ২ টি গুরুত্বপূর্ণ রেমিডি।
শিরোনাম :শীতের সময় স্কিন কেয়ার করার ২ টি গুরুত্বপূর্ণ রেমিডি।
ভূমিকা :
সাধারণত আমরা প্রতি মাস বা বছরের পর বছর জুড়ে যেসব স্কিন কেয়ার রেমিডি অনুসরণ করি শীতকালে সেটি গুরুত্বপূর্ণভাবে কাজ করতে হবে। শীতের সময় রূপচর্চা করা অন্যতম প্রধান কাজ, কারন এসময় আপনার চেহারার মধ্যে ফ্রিজি ভাব করে দেয়,চেহারাকে ড্রাই করে দেয়,তাই শীতের স্কিন কেয়ার এর রেমিডি অনুযায়ী কাজ করা উচিত সবাইকে।
শীতের সময় স্কিন কেয়ার করার ২ টি গুরুত্বপূর্ণ রেমিডি এর প্রথমে ফেইসকে ক্লিন করার উপকরন:
১/ ১ টা আস্তা টমেটোর হাফ টমেটো কাটা,
২/ স্যুগার পাউডার এক চিমটি,
শীতের সময় স্কিন কেয়ার করার ২ টি গুরুত্বপূর্ণ রেমিডি এর ফেইস মাস্ক তৈরির উপকরন :
১/ ২ চামচ চালের গুঁড়া,
২/ ২ চামচ বাদাম পাউডার ও
৩/ ১ টি শশার জুস।
শীতের সময় স্কিন কেয়ার করার ২ টি গুরুত্বপূর্ণ রেমিডি এর প্রথমে ফেইসকে ক্লিন করার নিয়ম :
-প্রথমে একটি টমেটো কে কেটে ২ ভাগ করে ১ ভাগে এক চিমটি স্যুগার পাউডার অর্ধেক টমেটোর উপর ছিটিয়ে নিতে হবে, তারপর সেই অর্ধেক টমেটো দিয়ে ফেইস এ আস্তে আস্তে ঘষে নিতে হবে। ঘষা শেষ হয়ে গেলে সেটি ১-২ মিনিট পর একটি টিসু দিয়ে মুছে নিতে হবে ভালো করে।
শীতের সময় স্কিন কেয়ার করার ২ টি গুরুত্বপূর্ণ রেমিডি এর ফেইস মাস্ক তৈরির নিয়ম :
~ এখন একটি ফেইস মাস্ক তৈরি করতে হবে স্কিন এ লাগানোর জন্য। প্রথমে একটি বাটিতে ২ চামচ চালের গুঁড়া, ২ চামচ বাদাম পাউডার ও১ টি শশার জুস একসাথে মিশিয়ে একটি স্কিন মাস্ক তৈরি করে আপনার পুরো ফেইস এ লাগিয়ে নিতে হবে। তারপর এই স্কিন মাস্কটি ১০-১৫ মিনিটের জন্য রাখার পর হাতে হালকা পানি দিয়ে ম্যসাজ করতে থাকতে হবে। তারপর টিসু দিয়ে মুছে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
আর্টিকেল এর শেষ কথা :
শীতের এই স্কিন কেয়ার এর রেমিডিটি অবশ্যই ফলো করবেন, কারন এটি আপনার দৈহিক শীতের রুটিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ। আজকের এই শীতকালীন স্কিন কেয়ার এর রেমিডিটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্য ই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url