ফেইস এর কালোদাগ রিমোভ করার ১টি স্পেশাল নিয়ম
আসসালামু আলাইকুম সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম। আপনারা সবাই নিশ্চই ভালো আছেন এবং আজকে এমন একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি যেটি অনুসরণ করে আপনি আপনার ফেইস এর যেকোনো ধরনের কালো দাগ রিমোভ করে ফেলতে পারবেন।
ফেইস এর কালোদাগ রিমোভ করার ১টি স্পেশাল নিয়ম।
শিরোনাম :ফেইস এর কালোদাগ রিমোভ করার ১টি স্পেশাল নিয়ম।
ভূমিকা :
আপনার স্কিন এ যদি কোনো ধরনের দাগ, ছোপ এগুলো থাকে তাহলে আপনার চেহারাকে দেখতে তেমন সুন্দর লাগবে না, বরং আপনার চেহারাকে আরও অমালিন দেখাবে। এতে আপনি অন্য একজন এর সমস্যাটি নেই ওনার ফেইস এ, পরে আপনি আপনার চেহারা দেখে আফসোস যাতে না করতে পারেন সেজন্য আজকের এই স্পেশাল স্কিন কেয়ার এর মাস্কটি নিয়ে কথা বলবো।
ফেইস এর কালোদাগ রিমোভ করার উপকরন :
১/ বড় ১চামচ ভেসলিন,
২/ এক চিমটি হলুদের গুড়ো।
ফেইস এর কালোদাগ রিমোভ করার নিয়ম :
- প্রথমে একটি বাটিতে ১ চামচ ভেসলিন নিতে হবে। সেই ভেসলিন এর মধ্যে ১ চিমটি হলুদের গুড়ো দিয়ে এই মিশ্রনটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রনটি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগাতে হবে।তারপর সারারাত এর জন্য আপনার ফেইস এ রেখে দিতে হবে। তারপর সকালে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই দুইটি উপাদান প্রতিদিন রাতে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।
ভেসলিন এবং হলুদ গুড়ো একসাথে ব্যবহারের উপকারিতা:
১/ ভেসলিন আপনার ড্রাই এবং অমসৃণ ত্বককে মসৃন করতে সাহায্য করে।
২/ ভেসলিন আপনার ডার্কসার্কেল এর জায়গায় ইউজ করলে আপনার ত্বককে নরম ও তুলতুলে দাগমুক্ত করে দিবে।
৩ / হলুদের গুড়ো আপনার মুখের কালো ছোপ ছোপ দাগ কমাতে সাহায্য করবে।
আর্টিকেল এর শেষ কথা :
আপনারা সবাই অবশ্যই আজকের এই স্কিন কেয়ার এর রেমিডিটি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগাতে পারেন, এতে আপনাদের যাদুর মতো আপনাদের ফেইসকে দাগমুক্ত রাখবে এবং কালো দাগ কমাতে সবচেয়ে বেশি ভালো কাজ করবে আজকের স্কিন কেয়ার রেমিডিটি।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url