রূপচর্চার জন্য মুলতানি মাটি ব্যবহারের নিয়ম।


হ্যালো? বন্ধুরা সবাইকে সুমা হেলথ এ স্বাগতম! আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন।আর আজকের এই নতুন স্কিন কেয়ার এর রূপচর্চার মুলতানি মাটির ফেইস প্যাক এর নতুন আর্টিকেল পেয়ে আপনারা আরও বেশি ভালো থাকবেন ও খুশি হবেন ইনশাআল্লাহ।
 

রূপচর্চার জন্য মুলতানি মাটি ব্যবহারের নিয়ম।


শিরোনাম :রূপচর্চার জন্য মুলতানি মাটি ব্যবহারের নিয়ম।


ভূমিকা :


মুলতানি মাটি আপনার ত্বককে প্রতিদিন উজ্জ্বল করার সাথে সাথে এটি আপনার ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে। মুলতানি মাটি মূলত ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ যা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে সুন্দর করে তোলে।তাই আজকের এই রূপচর্চার আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য । 

রূপচর্চার জন্য মুলতানি মাটি ব্যবহারের উপকরন:


স্টেপ -১:


অয়েলি স্কিন এর জন্যে উপকরন:


 ১/মুলতানি মাটি ১ চামচ ও

২/ গোলাপ জল ১চামচ।

স্টেপ-২:


ড্রাই স্কিন এর জন্যে উপকরন:


১/ মুলতানি মাটি ১ চামচ,

২/মধু ১ চামচ ও 

৩/ দই ১ চামচ।


রূপচর্চার জন্য মুলতানি মাটি ব্যবহারের নিয়ম প্রথম স্টেপে:( অয়েলি স্কিন এর জন্য) 


 ~ প্রথমে একটি বাটিতে ১চামচ মুলতানি মাটি ও ১চামচ গোলাপ জল নিয়ে সেগুলোকে একসাথে মিশিয়ে নেড়ে ফেইস ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে।এটি অয়েলি স্কিন এর জন্য ভালো কাজ করবে।তারপর ফেইস মাস্কটি ১০ মিনিট রেখে হাতে অল্প একটু পানি দিয়ে ম্যাসাজ করতে হবে। এরপর  টিসু বা তোয়ালে দিয়ে ফেইস প্যাকটি মুছে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

~ এরপর ফেইস মুছে যেকোনো ধরনের টোনার স্প্রে ব্যবহার করতে হবে।যেমন - গোলাপ জল টোনার।এটি হয়ে গেলে ১-২ মিনিট পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

~সপ্তাহে ২-৩ বার ব্যবহার করবেন আজকের এই স্কিন কেয়ার মাস্কটি।

রূপচর্চার জন্য মুলতানি মাটি ব্যবহারের নিয়ম দ্বিতীয়  স্টেপে:( ড্রাই স্কিন এর জন্য) 



~প্রথমে ১টি বাটিতে মুলতানি মাটি ১ চামচ,মধু ১ চামচ ও দই ১ চামচ নিতে হবে। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ফেইসে ফেইস ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর ৮-১০ মিনিট এর জন্য ফেস মাস্কটি রেখে
হাতে অল্প একটু পানি দিয়ে ম্যাসাজ করতে হবে। এরপর  টিসু বা তোয়ালে দিয়ে ফেইস প্যাকটি মুছে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

~এরপর ফেইস মুছে যেকোনো ধরনের টোনার স্প্রে ব্যবহার করতে হবে।যেমন - গোলাপ জল টোনার।এটি হয়ে গেলে ১-২ মিনিট পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

~সপ্তাহে ২-৩ বার ব্যবহার করবেন আজকের এই স্কিন কেয়ার মাস্কটি।

আর্টিকেল এর শেষ কথা :


আজকের এই মুলতানি মাটির ব্যবহার আপনার রূপচর্চায় প্রাকৃতিকভাবে কাজ করবে।আপনারা সবাই রূপচর্চায় সৌন্দর্য ধরে রাখার জন্য অবশ্যই আজকের এই স্পেশাল ফেস মাস্কটি বানিয়ে ব্যবহার করবেন নিয়মিত,তাহলে ইনশাআল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন রূপচর্চার ক্ষেএে ইনশাআল্লাহ। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url